
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থান এসে শেষ হয়।
মিছিল নেতৃত্ব দেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
এর আগে বিকাল সাড়ে ৩টায় শহীদ আব্দুর রার্জ্জাক পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা সদর আসনের জামায়াতের মনোনিত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর অপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, এড. আজিজুল ইসলাম, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলনা মোশারফ হোসেন, দেবহাটা আমির ওলিউর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তবে সেটি হতে হব জুলাই সনদের ভিত্তিতে। সে লক্ষ্য নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবি তারা তুলে ধরেন। আর এই ৫ দফা দাবি পূরন না হওয়া পর্যন্ত তারা মাঠ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।