রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিআরটিএ কর্তৃক মাগুরা ও ঝিনাইদহে নিহত ও আহত ৩৭ পরিবারের মধ্যে চেক বিতরণ

✍️শেখ আমিনুর হোসেন📝দেশ টাইমস✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মাগুরা ও ঝিনাইদহ জেলার সংগঠিত সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও আহত ব্যক্তিবর্গের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর ‘২৫) সকাল ১১ টায় মাগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিএ।

অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি থেকে আহত ও নিহত পরিবারের হাতে চেক তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান, ঝিনাইদহ বিআরটিএ সহকারি পরিচালক লিটন বিশ্বাস, মাগুরা বিআরটিএ সহকারি পরিচালক কেশব কুমার দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবু মিয়া, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি কাজল মিয়া ও জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের উপদেষ্টা ফুরকানুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরিতে ১ কোটি ৬১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে নিহতের পরিবারের মাঝে ৫ লক্ষ টাকা, আহত পটিবারের মাঝে ৩ লক্ষ ও ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!