রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

আশাশুনিকে ইকোনামিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি-গণসংবর্ধনায় সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে আশাশুনিকে একটি আধুনিক ইকোনামিক জোন গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ‘২৫) বিকালে আশাশুনি উপজেলা সদরের চৌরাস্তার বালুর মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, উপকূলীয় এ অঞ্চল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাটের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উন্নত স্বাস্যসবা, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।

কাজী আলাউদ্দিন আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনেই এ দেশ উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীরা জনগণের পাশে থেকে উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনবে।
তিনি আশাশুনির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং প্রতিটি মসজিদ-মন্দির আধুনিকায়নের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহায়ক স. ম. হেদায়তুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্যে রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির নেতা ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হক, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, আনারুল ইসলাম নন্টু, কালিগঞ্জ বিএনপির নেতা হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

বক্তারা বলেন, দক্ষিণের উপকূলীয় এই অবহেলিত অঞ্চলকে টেকসই উন্নয়নের পথে নিতে হলে জাতীয়তাবাদী আদর্শের সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!