
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জন চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালীন প্রায় ২১ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের সদর দপ্তর ও অধীনস্থ বিওপি, ক্যাম্প এবং চেকপোস্টগুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা আগরবাতি, কিটনাশক, থ্রি পিস, ব্লাউজ, মোটরসাইকেল, ঔষধ, শাড়ি, প্রসাধনী সামগ্রী, হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি কার্যকর রাখায় সীমান্তে অপরাধমূলক কার্যক্রম ব্যাপক হারে কমে এসেছে। গ্রেফতারকৃত আসামিদের সাতক্ষীরা ও কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে, এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা রাখা হয়েছে। এছাড়া চোরাচালানী মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। বিজিবি আশা প্রকাশ করেছে, এই ধরনের অভিযান দেশের তরুণ ও যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে সহায়ক হবে এবং স্থানীয় শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুরক্ষা দেবে।