সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: আশা সভাপতি, রাজা সম্পাদক  সাতক্ষীরার উপকূল গাবুরার মাঠে মেয়েদের স্বপ্নের জয়যাত্রা  সাতক্ষীরা সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট তালায় বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল সরদার (হাসিদ) এর জানাজা ও দাফন সম্পন্ন সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অপরাধে জেল, জরিমানা  তালা প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজনে সাংবাদিকদের মিলনমেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলার এ্যাডহক কমিটি ঘোষণা; কামরুজ্জামান আহবায়ক ও সদস্য সচিব সিরাজুল  কালিগঞ্জের নলতায় শত শত নেতা-কর্মী নিয়ে লিফলেট বিতরণে সাবেক এমপি কাজী আলাউদ্দিন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সাতক্ষীরার উপকূল গাবুরার মাঠে মেয়েদের স্বপ্নের জয়যাত্রা 

✍️মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপকূলে গাবুরা ইউনিয়ন একসময় যেখানে মেয়েদের মাঠে নামা ছিল সামাজিক নিষেধাজ্ঞার নামান্তর। ঘরের কাজ, বিয়ের চিন্তা, আর ঘূর্ণিঝড়-দারিদ্র্যের বাস্তবতা তাদের স্বপ্নকে ঘিরে রেখেছিল লোহার বেড়াজালের মতো। কিন্তু সেই গাবুরার মেয়েরাই এখন মাঠে নেমে বল কিক করছে, দল পরিচালনা করছে, আর নিজ জীবনের গল্প লিখছে নতুনভাবে।

এই পরিবর্তনের পেছনে আছে স্পিরিট (SPiRiT) প্রকল্পের খেলাধুলার মাধ্যমে সুরক্ষা, স্থিতিশীলতা ও রূপান্তর। প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স, সহযোগিতায় রয়েছে তের দে হোমস ফাউন্ডেশন, এবং অর্থায়নে এসডিসি ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন। নিয়মিত খেলাধুলা, নেতৃত্ব প্রশিক্ষণ ও কমিউনিটি সচেতনতার মাধ্যমে মেয়েরা পেয়েছে আত্মবিশ্বাস, সাহস ও নেতৃত্বের শিক্ষা।

রবিবার (২ নভেম্বর ২০২৫) সারাদিন ব্যাপি গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পর্যায়ের এক অনন্য খেলাধুলা। সকাল থেকেই মাঠে জমে ওঠে উৎসবের আমেজ ছেলে-মেয়ে, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

খেলায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামসুজ্জামান বাবু তিনি বলেন,যে মাঠে খেলতে শেখে, সে জীবনে কখনও হেরে যায় না। স্পিরিট প্রকল্প মেয়েদের ভয়ের দেয়াল ভেঙে আত্মবিশ্বাস দিয়েছে এটাই আসল বিজয়।

এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রিকেট কোচ মুফাদিনুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্স-এর ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মিনহাজ শাহরিয়ার এবং গাবুরার স্থানীয় জনপ্রতিনিধিরা।

ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচের পাশাপাশি মেয়েদের খেলায় ছিল বিশেষ আগ্রহ ও উচ্ছ্বাস। যারা একসময় মাঠে নামতে ভয় পেত, আজ তারা গোল দিচ্ছে, দল সাজাচ্ছে, আর গ্যালারিতে বসে বাবা-মায়ের করতালি পাচ্ছে। মাঠের পাশেই অনুষ্ঠিত হয় হাড়িভাঙা, চামচ দৌড়, বালিশ ছোড়াসহ ঐতিহ্যবাহী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অতিথিরা বলেন,গাবুরার মেয়েরা প্রমাণ করেছে ইচ্ছা থাকলে সমাজের কোনো বাধাই দেয়াল হতে পারে না। স্পিরিট শুধু খেলাধুলার সুযোগ দেয়নি, তাদের জীবনের মাঠে দাঁড়াবার শক্তিও দিয়েছে।

এই মেয়েরা এখন কেবল খেলোয়াড় নয় তারা নেতা, সচেতন নাগরিক এবং পরিবর্তনের দূত। স্পিরিট প্রকল্প তাদের শিখিয়েছে দলগত কাজ, আত্মবিশ্বাস ও সামাজিক নেতৃত্বের মূল্য। গাবুরার মাঠের এই গল্প শুধু খেলার নয়, এটি এক নীরব বিপ্লবের গল্প যেখানে মেয়েরা নিজেদের সীমা ভেঙে ভবিষ্যতের স্বপ্ন গড়ছে দৃঢ় হাতে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!