শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন :সভাপতি রিপন, সম্পাদক সাহেব আলী ও সাংগঠনিক বুলবুল সাতক্ষীরায় মনোরম পরিবেশে স্টার বৃত্তি উৎসব পরীক্ষা শুরু আশাশুনিতে এক রাতে ৪ দোকানে চুরি তালায় জমি সং”ক্রান্ত বি”রোধে নারীসহ তিনজন আ”হত কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগরে ঘর পো”ড়ানো মা”মলার বাদির তিন ভাইপোর নামে পরিকল্পিত ধ”র্ষণ মা”মলার প্রতিবা”দে মানববন্ধন গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামের আলমগীর ফকিরের দৌ”রাত্ম্যে অ”তিষ্ঠ এলাকার জনগণ কালিগঞ্জে সপ্তাহব্যাপী সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শুরু কালিগঞ্জের নলতায় চুচ্ছ ঘটনায় সাংবাদিক দম্পত্তিকে মা”রপি”টের অ”ভিযোগ

শ্যামনগরে ঘর পো”ড়ানো মা”মলা তুলে নিতে রাজী না হওয়ায় ধ”র্ষণ মা”মলা দিয়ে জে”লে পা”ঠানো বিকাশ গাইনের রি”মাণ্ড আবেদন না’মঞ্জুর

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ঘরপোড়ানো মামলা তুলে নিতে রাজী না হওয়ায় ধর্ষণ মামলা দিয়ে কারাগারে পাঠানো বিকাশ গাইনের রিমাণ্ড আবেদন না’মঞ্জুর করেছেন আদালত।

বৃহষ্পতিবার (৩০ অক্টোবর ‘২৫) মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লার ৫ দিনের রিমাণ্ড আবেদন শুনানী শেষে আমলী-৫ আদালতের বিচারক রাফিয়া সুলতানা এ আদেশ দেন।

আসামী বিকাশ গাইন শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের কমলেশ গাইনের ছেলে।

শ্যামনগরের মীরগাং গ্রামের দীলিপ গাইন জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শালিসী বৈঠক না মেনে গত ১৭ অক্টোবর রাতে তার পুকুরসহ ৫০ শতক জমি নীল নেট দিয়ে ঘিরে নেওয়ার চেষ্টা করে প্রতিপক্ষ জঙ্গল ভাংগী ও তার ভাইপো সাগর ভাংগী, নিত্যানন্দ মণ্ডল, তার ছেলে সাগর মণ্ডল, তাদের(জঙ্গল) ভাড়াটিয়া সন্ত্রাসী একই গ্রামের জুব্বার, যতীন্দ্রনগর গ্রামের আনোয়ারুল ইসলাম ও মাহামাদুল ইসলামসহ কমপক্ষে ৫০ জন। এপযর্যায়ে পুলিশ আসছে এমন খবর পেয়ে তারা আত্মগোপন করে। ১৭ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে তার (দীলিপ) বসতঘর ও রান্না ঘরে আগুন লাগিয়ে ভষ্মিভুত করা হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জঙ্গল ভাংগী, সাগর ভাংগী, নিত্যানন্দ মণ্ডল ও গোপাল মণ্ডলকে ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে দেখা যায় বলে উল্লেখ করেন তিনি। মামলায় জুব্বার, ঘটনাস্থল থেকে ১০ কিলেরামিটার দূরে যতীন্দ্রনগর গ্রামের আনোরুল ও মাহামুদুলকে সাক্ষী করা হয়। ২১ অক্টোবর আসামীরা আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারক তা না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বরে জঙ্গল ভাংগী ও সাগর ভাংগী তাদের (দীলিপ) বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেবেন বলে সাংবাদিকদের জানান।

দীলিপ গাইন আরো জানান, গত ২৬ অক্টোবর ভোর ছয়টার দিকে তার ভাইপো বিকাশ গাইনকে বাড়ি থেকে তুলে এনে ঘর পোড়ানো মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক জহিরুল ইসলাম তাদের(দীলিপ) প্রতিপক্ষ এক ব্যক্তির মাকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা লক আপে রাখেন। দিনভর নাটকীয়তার একপর্যায়ে সাংবাদিকদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান যে, ঘরপোড়ানো ও ধর্ষণ দুটি ঘটনাই সঠিক নয় বলে তার মনে হয়েছে। তাই উভয়পক্ষের বিশিষ্ঠজনদের নিয়ে সাংবাদিক ও বিএনপি নেতা মনিরের উপস্থিতিতে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। একপর্যায়ে ঘরপোড়ানো মামলা তুলে নিতে রাজী না হওয়ায় তার বিকাশসহ তার তিন ভাইপোর নামে ২৭ অক্টোবর ধর্ষণ মামলা রেকর্ড করা হয়। ২৭ অক্টোবর বিকাশকে আদালতে পাঠানো হয়। ওই দিনই মামলার তদন্তকারি কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান এর সুপারিশক্রমে বিকাশকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমাণ্ড আবেদন করেন। সে অনুযায়ি বৃহষ্পতিবার দুপুরে উভয়পক্ষের শুনানীর একপর্যায়ে রিমাণ্ড আবেদন না’মঞ্জুর করা হয়। রিমাণ্ড শুনানী কালে আসামীপক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ (২) বলেন, যাদেরকে আসামী করা হয়েছে তারা একে অপরের আপন চাচাতো ভাই বা ঘরপোড়ানো মামলার বাদির ভাইপো। মামলায় যাদেরকে সাক্ষী করা হয়েছে তাদের মধ্যে আনোয়ারুলের বাড়ি যতীন্দ্রনগর গ্রামে। যাহা মীরগাং থেকে ১০ কিলোমিলার দূরে। সাক্ষী জুব্বারের বাড়ি ভিকটিমের বাড়ি থেকে ৫০০ গজ দূরে। যার দিয়ে বাদি থানায় এজাহার পাঠিয়েছেন সেই মাহামুদুল এর বাড়ি মীরগাং থেকে ১০ কিলোমিটার দূরে যতীন্দ্রনগর গ্রামে।

শুনানীকালে মামলার তদন্তকারি কর্মকর্তার পক্ষে কাঠগড়ায় উপস্থিত ছিলে উপপরিদর্শক সুদেব পাল।

রিমাণ্ড না মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের উপপরিদর্শক মাঈনুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!