রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর গোফরইম্প্যাক্ট কর্মসূচির উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার ৩৯ জন পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী (২৯-৩০ অক্টোবর ২০২৫) দুই দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামে’র সহযোগিতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর ‘২৫) সকালে সাতক্ষীরা লেকভিউ রিসোর্টে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের মাঝে সুরক্ষা সরঞ্জাম বিতরণ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, ইতিবাচক মনোভাব গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি, এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান। এছাড়া জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়েও আলোচনা হয়।

প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন,সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরকার একটি মাস্টার প্ল্যান প্রণয়নের পরিকল্পনা করছে। এই পরিকল্পনার সঙ্গে রূপান্তরকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি, যা ভবিষ্যতের পরিকল্পিত বর্জ্যমুক্ত নগরী গঠনে সহায়তা করবে।

উল্লেখ্য, ‘গোফরইম্প্যাক্ট’ প্রকল্পটি বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বর্তমানে সাতক্ষীরা পৌরসভা, শ্যামনগর ও আশাশুনি উপজেলায় পরিচালিত হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!