রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৯০ এর দশকের সাতক্ষীরার সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা  সাতক্ষীরায় মি থ্যা হ ত্যা মা ম লা র যন্ত্রণা নিয়ে মস্তিকে রক্তক্ষরণে মারা গেলেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু শ্যামনগরে পথের জমি নিয়ে বি রো ধে কু পি য়ে হ ত্যা, আ ট ক- ৯ সাতক্ষীরায় কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত কোটালীপাড়ায় ক্ষতিপূরণ না দিয়ে দোকান মালিককে বিপাকে ফেলার অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে  মুকসুদপুরে আওয়ামীলীগের ১০ নেতৃবৃন্দের পদত্যাগ সাতক্ষীরায় মা দ ক সে বী স্বামীর অ ত্যা চা র নি র্যা ত ন থেকে নি ষ্কৃ তি পাওয়ার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন মৌতলা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা এনবিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদ

কালিগঞ্জ থানাকে আধুনিক, মডেল ও মানবিক থানা গড়তে কাজ করছেন: ওসি দেলোয়ার হুসেন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৬ বার পড়া হয়েছে

পুলিশ কর্মকর্তাদের পেশাগত জীবনে নানা বৈচিত্র ও অভিজ্ঞতায় ভরা। পেশাগত দায়িত্ব পালনকালে তাদেরকে অনেক বাস্তব ঘটনার মুখোমুখি হতে হয়। নিজেদের প্রজ্ঞা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। আবার অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহন করতে হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। তবে আদর্শ আর নীতি নৈতিকতা বজায় রেখে বর্তমান সময় অতিবাহিত করা অনেক কঠিন। তারপরও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পুলিশ অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। যোগদানের একবছর পেরিয়ে তিনি থানা এলাকার সর্বশ্রেনী পেশার মানুষের আস্থা অর্জন করেছেন।

২০১৯ সালের ১১ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় যোগদানের পর থানা এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, দালালমুক্ত ও তদবীরবাজ মুক্ত করে থানাকে মডেল ও মানবিক থানা হিসেবে গড়তে সক্ষম হয়েছেন। যোগদানের পর হতে কালিগঞ্জ থানা এলাকার সাধারণ মানুষ অহেতুক হয়রানীর হাত থেকে রক্ষা পেয়েছে। অপরদিকে তিনি যোগদানের পরে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে থানা পুলিশদের মাধ্যমে সেবা দিয়ে চলেছেন নিরলস ভাবে। তিনি মানবিক থানা, দালালমুক্ত থানা, সন্ত্রাস, জঙ্গীবাদমুক্ত থানা গড়ার অভিপ্রায়ে দিন রাত কাজ করছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদকের সাথে জড়িতদের আটক, আইন-শৃংখলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের প্রেফতার, মামলা গ্রহণের বিষয়ে সার্বক্ষনিক নজরদারি, সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, অসহায় মানুষের পাশে থেকে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নজির গড়েছেন। এছাড়াও থানার ভবন, থানার বাউন্ডারী ওয়ালের পাশদিয়ে থানার ভিতরের চতুর্দিকে অর্ধ কিলোমিটার দীর্ঘ চারফিট চওড়া (ঢালাই) রাস্তা নির্মান, থানা কম্পাউন্ডের মধ্যে ছয়টি স্থায়ী ফুলের বাগান করা, পৃথক পৃথক ভাবে বিভিন্ন রকমের ফুলের টব বসানো, কম্পাউন্ডের ভিতরে ছোট বড় তিনশত গাছের গোড়া রং করে থানার সৌন্দর্য্য বৃদ্ধি করা, ছোট গোলঘরটি রঙিন টিনদিয়ে ছাউনি, আধুনিক ডাইনিং ও কনফারেন্স রুম, থানায় আগত অফিসারদের থাকার জন্য আধুনিক গেষ্টরুম নির্মান, স্থায়ী রান্নাঘর নির্মান, প্রাচীরের কাজ সম্পন্ন করা, কাটাতার বসানো, লাইট স্থাপন, মালখানা, হাজতখানা, অস্ত্রাগার, স্টোররুম পরিস্কার ও রঙ করাসহ লাইট স্থাপন, কম্পাউন্ডের ভিতরের মসজিদ সংস্কার, পুকুর সংস্কার, থানা ভবনের ব্যারাকে পর্যাপ্ত লাইট, ফ্যান, ৩২ ইঞ্চি এল.ই.ডি টিভি, পানি নিস্কাশনের ড্রেন নির্মান, বেডমিন্টন খেলার কোর্ট সংস্কার, এসআই এবং এএসআইদের কোয়ার্টার সংস্কার, অফিসরুমের সংস্কার, গাড়ির গ্যারেজ নির্মাণ, ওয়াইফাই সংযোগ ও গোটা থানা সিসি টিভির আওতায় আনা, অফিসারদের স্থালীয় ভাবে বসার জন্য টেবিল চেয়ার, অফিসার ইনচার্জদের বাসায় স্থায়ী প্রয়োনীয় আসবাবপত্র তৈরীসহ একটি আধুনিক মডেল থানা গড়ার লক্ষে ব্যাপক উন্নয়নে কাজ করেছেন চৌকস পুলিশ অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। মহামারি করোনা কালিন সময়ে থানা এলাকায় জনসচেতনাতা মুলক কর্মকান্ড, ভাটা থেকে ফেরা শ্রমিকদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা, ঘরবন্ধী মানুষদের খাদ্য সরবরাহ, মাস্ক বিতরন, করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন, শীতবস্ত্র বিতরন, মুখ অভিনয়ের মাধ্যমে গান গেয়ে আলোড়ন সৃষ্টি, ঘূনিঝড়, আম্পান, বুলবুল মোকাবেলাসহ আইন প্রয়োগ ও ন্যায় বিচার ও সুশাসনেও দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। থানার সার্বিক অবকাঠামো উন্নয়নে ওসি দেলোয়ার হুসেন এর কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমুমার দাশ বাচ্চু বলেন, আমার দেখা মতে দেলোয়ার হুসেন একজন সৎ, মানবিক, নিষ্টাবান ও দূর্নীতি বহির্ভূত পুলিশ কর্মকর্তা। তিনি যোগদানের পর কালিগঞ্জ থানার চেহারা পাল্টে গেছে। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম বলেন, ওসি সাহেব ইতিমধ্যে উন্নয়ন মুলক কর্মকতান্ডে এলাকার মানুষের কাজে মানবিক ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছে। থানার সার্বিক উন্নয়নের বিষয় জানতে চাইলে ওসি দেলোয়ার হুসেন বলেন, পুলিশ হেড কোটার এর বরাদ্দ, সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসন এর সহযোগীতায় থানার অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। ইতিমধ্যে থানার অফিসার ও ফোর্সদের জন্য ঔষধ, কাগজ কলম, রেজিষ্ঠার খাতা, ফটোষ্ট্যাট ও প্রিন্টিারের কালি ক্রয়, বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার লক্ষে ব্যানার, ফেস্টুর, রেজিষ্টার, স্ব-স্ব ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!