
যে জীবনে কফি নাই
যে জীবনে কফি নাই, সে জীবনে গল্প নাই,
কফির ধোঁয়া নাই, রঙ নাই, ঘ্রাণ নাই।
শান্তি নাই, প্রেম নাই, ছন্দহীন পথ,
কফি ছাড়া জীবন বোঝাই শূন্যতার রথ।কবিতা নাই, শব্দ থামে, হারায় রূপ-রস,
কফি ছাড়া হৃদয় ভাঙে, থাকে না কোনো উৎসব।
জীবনের রঙ মুছে যায়, হয়ে যায় ফ্যাকাশে,
কফির মগে যে উষ্ণতা, তা ছাড়া কী ভরসা!যে জীবনে কফি নাই, সে জীবনে জীবনও নাই
এক চুমুকে বাঁচতে চাইলে মাঝেমধ্যে কফি চাই।
কফি ছাড়া জীবন কেবল এক বিবর্ন ধূসর ছায়া,
তিক্ত-মিষ্টি সেই তরলেই লুকায় বেঁচে থাকার মায়া।