রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

সাতক্ষীরায় শিশু যৌন নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময়

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডস এর অর্থায়নে “স্টেপিং আপ দি ফাইট এগেইনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্” প্রকল্পটি শিশু যৌন শোষন প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার পাশাপাশি স্থানীয় সকল ধরণের শিশু নির্যাতন প্রতিরোধে বাস্তবায়িত হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর’২৪) বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাব অডিটোরিয়ামে শিশু সুরক্ষা ব্যবস্থার সম্পর্কিত অংশিজনদের সাথে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শিশু সুরক্ষা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডস এর কান্ট্রি ডিরেক্টর মাহামুদুল কবীর।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিডিএই নেদারল্যান্ড এর কান্ট্রি কোঅর্ডিনেটর সুপা বড়ুয়া ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ নুরুল কবীর। সভায় বক্তারা সাতক্ষীরায় সকল প্রকার শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন। কান্ট্রি ডিরেক্টর তার বক্তব্যে উপস্থিত সকল সরাকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সক্রিয়ভাবে কাজ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানায়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, সাতক্ষীরা সদর থানার এস আই এস. এম শামীম আক্তার, ওয়ান স্টপ ক্রাইসিস এর প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, এডভোকেট নাজমুন নাহার, অধিকার কর্মী সাকিবুর রহমান বাবলা, সাইবার ক্রাইম এলার্ট টিম এর মাহাবুবুল হক প্রমুখ।

বক্তারা শিশু যৌন নির্যাতন বন্ধে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনায় বক্তারা অপরাধীদের আইনের আওতায় আনা যায় না এবং বিচারহীনতা শিশু যৌন শোষনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন।

আলোচনায় পারিবারিক সচেতনতা সহ সংশ্লিষ্ট সকলে এগিয়ে আসলে শিশু যৌন নির্যাতন অনেকাংশে কমে আসবে বলে মনে করেন। সভায় আইন ও সালিশ কেন্দ্রের প্রতি তাদের কর্মপরিধি বাড়ানোর পাশাপাশি সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে শিশু নির্যানত প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!