শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় তপসিল ঘোষনা উপলক্ষে জামায়েত ইসলামির স্বাগত মিছিল বিএনপি নির্বাচিত হলে সনাতনী সম্প্রদায়ীদের তেমনি সুরক্ষা দেয়া হবে- সাবেক এমপি কাজী আলাউদ্দীন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অসাম্প্রদায়িক, নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় শ্যামনগরে বিএনপি’র আনন্দ মিছিল শ্যামনগরের খোলপেটুয়া নদীর তীরে ব্যতিক্রমধর্মী নদীনির্ভর জীবনযাত্রা মেলা সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দেবহাটার নবাগত ওসি’র সাথে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় দেবহাটার পারুলিয়ায় ৩ লক্ষধীক টাকার ফুটবল খেলার উদ্বোধন তালায় খাবারের সাথে চে ত না না শ ক ঔ ষ ধ মি শি য়ে দু র্ধ র্ষ চু রি

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ডিসেম্বর /২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ‘২৫) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ-জামান (উপসচিব)।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুভিন ওয়াহিদ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই’র উপ-পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মুজিবুল হক, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ, গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মোঃ আরিফুল হক দাড়িয়া, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, জেল সুপার শওকত হোসেন মিয়া, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি উপ-সহকারী প্রকৌশলী মোঃ করিম আলী খান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, গোপালগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি শেখ মাসুদুর রহমান, গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মওদুদ হোসেন রিন্টু, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গণমাধ্যমকর্মী দুলাল বিশ্বাস, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য /তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান এবং নবাগত জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, আমরা জনগণের সেবক হিসেবে এ জেলায় যোগদান করেছি। আমরা মনে করি গোপালগঞ্জে পাঁচ শতাংশের বেশি অপরাধী নয়। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জ জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচন কমিশন কর্তৃক বিকালে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয় তাহলে সকলের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিরলস ভাবে কাজ করবে। এছাড়াও জেলার কোথাও যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে তাৎক্ষণিক জানানোর অনুরোধ রইলো। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!