
বেসরকারি এনজিও স্বদেশ, আইন ও সালিশ কেন্দ্র-আসক এর উদ্যোগে মানবাধিকার দিবসে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত।
স্বদেশ সংস্থার বাস্তবায়নে”আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (১০ ডিসেম্বর’২৫) আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তর সভাপতিত্বে মানববন্ধন ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়াই জি জি গ্রুপের আহবায়ক শাহানাজ পারভীন ও শ্রেয়া রায়, যুবনেতা রিদয় মণ্ডল, তরিকুল ইসলাম অন্তর, সিএস ও নেটওয়ার্কের সমস্যা সাকিবুর রহমান বাবলা, মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আনজুয়ারা বেগম ও সালেকা হক কেয়া, উন্নয়ন কর্মী রেজাউল করিম,হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন,জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরায় ঘটে যাওয়া নারী, শিশু ও সখ্যালঘু নির্যাতনের ঘটনা সহ মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার বিষয়ে উল্লেখ করেন প্রতিরোধে সকলকে একতাবদ্ধ হয়ে পতিরোধ করার জন্য মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগাল মোঃ শরিফুল ইসলাম।