শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা রেঞ্জ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা-২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর মতবিনিময় দেবহাটায় আর্থিক সহায়তার চেক ও ভ্যান প্রদান দেবহাটা উপজেলা কৃষি অফিসারের বদলীজনীত সংবর্ধনা  দেবহাটায় ১০ হাজার কেজি ক্যামিকেল মিশ্রিত আম জব্দ, জরিমানা আদায় দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের ৯ প্রার্থীর প্রতিক বরাদ্দ সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৯ মেট্রিকটন আম জব্দ ও বিনষ্ট সাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে উন্নত কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা  সাতক্ষীরায় প্রচন্ড তাপদাহে পথচারী ও সাধারণ মানুষকে সাবেক এমপি রবির পক্ষে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

গোপালগঞ্জে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের ঘর পাচ্ছে ৮০৭ ভূমিহীন পরিবার

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে গোপালগঞ্জে আরও ৮০৭ জন ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরের বরাদ্দ দেওয়া হবে।

আগামীকাল রোববার (২০ জুন) আনুষ্ঠানিকভাবে ওই সব গৃহহীনদের মাঝে জমির মালিকানার দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হবে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করবেন।

এর আগে গত ২৩ জানুয়ারী ১ম পর্যায়ে গোপালগঞ্জে ৮৪৮ জন গৃহহীনের মাঝে সরকারী ভূমি ও গৃহহীন পরিবারের হাতে বরাদ্দকৃত ঘরের চাবি ও কবুলিয়ত দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় সুবিধাভোগীদের যাতায়াতের জন্য রাস্তা, গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎ সংযোগ স্থাপন করে দেওয়া হয়েছে।

ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর ও জমি হস্তান্তর উপলক্ষে আজ শনিবার (১৯ জুন) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। ২য় দফায় করোনা পজেটিভ হওয়ায় ভার্চুয়াল এ আলোচনা সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের জেলা প্রশাসক জানান, ২য় পর্যায়ে মোট ৮০৭ টি ঘরের মধ্যে ৫৫৫ টি নির্মাণ সম্পন্ন ঘরের দলিল ও চাবি সুবিধাভোগীদের মাঝে আগামী কাল হস্তান্তর করা হবে। নির্মাণ সম্পন্ন হওয়া ঘরের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২৮১ টি, কাশিয়ানী উপজেলায় ১৩০ টি, মুকসুদপুর উপজেলায় ১১০ টি এবং কোটালীপাড়া উপজেলায় ৩৪ টি ঘর রয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা আরো জানান, দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণ সম্পন্ন করার জন্য জেলা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিরলস ভাবে কাজ করে চলেছেন। দুই শতাংশ জমির উপর নির্মিত ৪৩৫ বর্গফুটের সেমিপাকা প্রতিটি ঘরে রয়েছে দু’টি কক্ষ, টয়লেট, রান্নাঘর এবং বারান্দা।

ভবিষ্যতে ঘরের কাঠামোতে কোন সমস্যা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে দেওয়া হবে। এতে ঘরের বাসিন্দারের কোন অর্থ ব্যয় করতে হবে না। তবে ভূমিহীন ব্যতীত অন্যকেউ যদি ঘর বরাদ্দ পায় তাহলে তদন্ত সাপেক্ষে বরাদ্দ বাতিল করা হবে বলেও জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গণি’র সঞ্চালনায় ভার্চুয়াল এ আলোচনা সভায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, এনডিসি মহসিন উদ্দীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!