বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর মতবিনিময় দেবহাটায় আর্থিক সহায়তার চেক ও ভ্যান প্রদান দেবহাটা উপজেলা কৃষি অফিসারের বদলীজনীত সংবর্ধনা  দেবহাটায় ১০ হাজার কেজি ক্যামিকেল মিশ্রিত আম জব্দ, জরিমানা আদায় দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের ৯ প্রার্থীর প্রতিক বরাদ্দ সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৯ মেট্রিকটন আম জব্দ ও বিনষ্ট সাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে উন্নত কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা  সাতক্ষীরায় প্রচন্ড তাপদাহে পথচারী ও সাধারণ মানুষকে সাবেক এমপি রবির পক্ষে বিশুদ্ধ খাবার পানি বিতরণ সাতক্ষীরায় সড়কে সচেতনতা বৃদ্ধি ও খেলাপি মোটরযানের উপর মোবাইল কোর্ট

সাতক্ষীরা আইনজীবী সমিতির ঘটনায় পাল্টাপাল্টি সমাবেশ, উভয় পক্ষের পৃথক মামলা দায়ের

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা আইনজীবী  সমিতির দুই সদস্য পিপি এ্যাড. আব্দুল লতিফ ও সাবেক সভাপতি এ্যাড. শাহ আলমের মধ্যে সংঘটিত ঘটনাবলীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। অপরদিকে সাবেক সভাপতি অ্যাড. শাহ আলমের নেতৃত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে ঐক্য পরিষদের আহবায়ক. সমিতির সাবেক সভাপতি, সাবেক এমপি অ্যাড. সম সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অ্যাড. শাহ আলমের অগঠনতান্ত্রিক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, তিনি দীর্ঘদিন যাবত সভাপতি থাকার সুযোগ নিয়ে যথেচ্ছ ব্যবহার, অর্থনৈতিক অস্বচ্ছতা এমনকি অপ্রীতিকর ঘটনায়ও অংশ নিয়েছেন। এর ফলে সাধারন আইনজীবীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। 
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সাবেক পিপি অ্যাড. এসএম হায়দর, সাবেক পিপি অ্যাড. আবুবকর সিদ্দিক, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাড. আব্দুল মজিদ, পিপি অ্যাড. আব্দুল লতিফ, অ্যাড. শেখ আব্দুস সামাদ, অ্যাড. এখলাস আলী বাচ্চু, অ্যাড. শেখ নিজামউদ্দিন, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. সেলিনা খাতুন শেলী, অ্যাড. শাহনাজ পারভিন মিলি,  অ্যাড. এবিএম সেলিম,অ্যাড. ওকালত আলী, অ্যাড. নুরুল আমিন প্রমুখ আইনজীবী। 
তারা জানান, গত ২৬ এপ্রিল একটি ধর্ষন মামলার ভার্চুয়াল শুনানিকালে জেলা জজ আদালতে সাবেক সভাপতি অ্যাড. শাহ আলম, পিপি অ্যাড. আব্দুল লতিফকে লক্ষ্য করে অশোভন কটূক্তি করেন। এসব বিষয়ে জানতে গেলে তিনি আইনজীবীদের ওপর চড়াও হন। এসময় উভয়পক্ষে হাতাহাতি ও ধস্তাধস্তির মত ঘটনা ঘটে। অভিযোগ করে তারা বলেন, অ্যাড. শাহ আলমের অনুসারীরা কয়েকজন শীর্ষস্থানীয় সিনিয়র আইনজীবীর নামফলক ভেঙে পদদলিত করে। এসব নিয়ে অ্যাড. আব্দুল লতিফ সাতক্ষীরা থানায় অ্যাড. শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। তারা এই মামলায় তাকে গ্রেফতারের দাবিও জানান। তারা থানায় দেওয়া অ্যাড. শাহ আলমের অভিযোগ মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান। 
এদিকে অ্যাড. শাহ আলম তার কয়েকজন অনুসারীকে নিয়ে আইনজীবী সমিতি চত্ত্বরে একটি মানববন্ধন করে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অপরদিকে তিনি সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিপি অ্যাড. আব্দুল লতিফসহ ১৮ জনকে বিবাদীভূক্ত করে দ্রুতবিচার আইনে একটি মামলা করেছেন। বিচারক এই মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!