সাতক্ষীরার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনারুল ইসলাম রনির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার শেষ দিনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনারুল ইসলাম রনি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও সমর্থন কামনা করেছেন।
শুক্রবার বিকালে কামালনগর ঈদগাহ মাঠে আনারুল ইসলাম রনিকে বিজয়ী করার লক্ষে উট পাখি প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ.হ.ম তারেক উদ্দিন, মো. সাহাদাৎ হোসেন, কোহিনুর ইসলাম, লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।
এসময় বক্তারা মেয়র পদে শেখ নাসেরুল হককে নৌকা প্রতীকে ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনারুল ইসলাম রনিকে বিজয়ী করতে ভোট প্রদানের আহবান জানান।