সাতক্ষীরার বাঁকালে মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠুর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকালে আনছার আলী’র সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু।
এসময় তিনি বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আমার কোন চাওয়া পাওয়া নেই। আমি পৌরবাসীর সেবা করতে চাই। এজন্য একটি চেয়ারের প্রয়োজন, তাই পৌরবাসীর সার্বিক উন্নয়ন ও সাতক্ষীরা পৌরসভাকে আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা কামনা করছি। এসময় নারিকেল গাছ প্রতিকে ভোট চেয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শশাঙ্ক সরকার, সিরাজুল ইসলাম, নাছির উদ্দিন, শেখ আব্দুস সাদেক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রনি গাজী।