আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. জিল্লুর রহমান বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার বিকালে ৯নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকার বাজার, স্টেডিয়াম এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও টেবিল ল্যাম্প প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলন মো. গোলাম নবী, মো. ছিদ্দিকুর রহমান, মহিদুজ্জামান মহিদ, মনিরুল ইসলাম মনিসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় তিনি বলেন, ‘আগামী পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে অবহেলিত এ ওয়ার্ডের মানুষদের সাথে নিয়ে সামগ্রীক উন্নয়ন কাজ করবো। এসময় তিনি সাধারণ মানুষের খোঁজ খবর নেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।’