বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা সেঁজুতি এমপি’র সাথে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের মতবিনিময় ঐতিহাসিক মুজিবনগর দিবসে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা সময় টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জীবন সংগ্রামে সফল ৫ নারী বসবাসস্থল হুমকির মুখে! শ্যামনগরের মেয়ে সাফ জয়ী নারী ফুটবলার সাথী মুন্ডাকে সংবর্ধনা সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার আল-বেলী আফিফা নলতাকে মাদক ও বখাটেমুক্ত করতে চেয়ারম্যান আজিজুর এর ব্যাতিক্রম উদ্যোগ (ভিডিওসহ) সাতক্ষীরায় বেসিক ট্রেড স্কীল ডেভালপমেন্ট ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকাকে দায়ি করে শ্যামনগরের স্বেচ্ছাসেবক যুবকের আত্মহত্যা

ভাসমান বেডে সবজি ও মসলা চাষে আগ্রহী করতে গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৫০৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কৃষকদেরকে ভাসমান বেডে সবজি ও মসলা চাষে আগ্রহী করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারী-পুরুষ সহ মোট ৬০ জন কৃষক ভাসমান বেডে সবজি ও মসলা চাষে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

পরে প্রশিক্ষণ শেষে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ -এর সঞ্চালনায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ঢাকা -এর অতিরিক্ত পরিচালক (হর্টিকালচার উইং) জাকিয়া বেগম, ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা ও সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আঃ কাদের সরদার, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি.এম অলিউল ইসলাম প্রমুখ।

এছাড়া অন্যদের মধ্যে সদর উপজেলা এসএপিপিও মোঃ লিয়াকত হোসেন, এসএএও মিরণ বিশ্বাস, সজল কুমার ভদ্র, পিন্টু লাল হাওলাদার, প্রদীপ হালদার সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, নিরাপদ ও ক্যামিকেল মুক্ত শাক, সবজি ও ফল মূল মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করে। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ করে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করে সংসারের চাহিদা পূরণ সহ আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব। গোপালগঞ্জের নিম্নাঞ্চলের প্রায় ২১ শতাংশ জমি বছরের অধিকাংশ সময় ধরে পানির নিচে পতিত থাকে। এসব পতিত জমিতে ভাসমান বেডে সবজি ও মসলা জাতীয় ফসল চাষাবাদ করে তাদের ভাগ্য পরিবর্তন করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে এবং আমদানি ও পরনির্ভরশীল হতে স্বনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা ও সম্প্রসারণের কার্যক্রম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি ও পূণ্যভূমি গোপালগঞ্জ জেলা থেকে শুরু হোক এটাই আমাদের প্রত্যাশা। অপার সম্ভাবনাময় এ কার্যক্রমে অংশ নিয়ে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি তাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা মিটিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হবে। এছাড়া বিস্তৃর্ণ এ জেলায় খাল-বিল হাওরে সর্বত্র বিরাজ করছে কচুরিপানা। ভাসমান বেড প্রস্তুত করণের অন্যতম উপাদান হচ্ছে এই কচুরিপানা। দীর্ঘ ৮ মাস এই পদ্ধতিতে ফসল উৎপাদন শেষে পরবর্তীতে, বেড ভেঙে প্রচুর পরিমাণে জৈবসার সংগ্রহ করা সম্ভব। এই জৈব সার নিরাপদ ফসল উৎপাদনে কার্যকর ভূমিকা রাখে। তাই ভবিষ্যৎ বিবেচনায় গোপালগঞ্জে উৎপাদিত জৈব সার বাণিজ্যিক ভিত্তিতে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান তিনি।

পরে তারা গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নখড়ির চর এলাকায় বেশ কয়েকটি ভাসমান বেডে সবজি ও মসলা (পেঁয়াজ) জাতীয় ফসল উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় মাঠকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!