ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বিধস্ত হয়েছে ঘরবাড়ি ও গাছপালা। বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। এসব এলাকায় ক্ষতিগ্রস্তদের কাছে পরিচিত নাম যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। যিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন এবং অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম এখনও পর্যন্ত চলমান রেখেছেন।
শনিবার সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় এ আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম, ইব্রাহিম খান বাবু, ঈসমাইল হোসেন প্রমুখ। উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন পরিবার এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন তিনি।