সাতক্ষীরা সদরের বাগানবাড়ী বাইতুন নুর হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রতিষ্ঠানের সভাপতি মো. আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে হাফেজ মো. হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্যে রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান, রফিকুল ইসলাম, চালতেতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাছিম হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মোস্তাফিজুর রহমান।