
ইউনিভয়েস কালচারাল সেন্টারের উদ্যোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ কয়লা শ্রীপতিপুর আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশের লক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি '২৬) দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল “দেশ, সংস্কৃতি ও পরিবেশ” এবং রচনা প্রতিযোগিতার বিষয় ছিল “জুলাই বিপ্লব”। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা তাদের চিন্তা, অনুভূতি ও সৃজনশীল প্রতিভার সাবলীল বহিঃপ্রকাশ ঘটায়।
চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নবম শ্রেণির শিক্ষার্থী জীম খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করে সপ্তম শ্রেণির রুবাইয়া সুলতানা কনা এবং তৃতীয় স্থান অর্জন করে ষষ্ঠ শ্রেণির ফারজানা আক্তার রোকাইয়া।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে নবম শ্রেণির তানিয়া সুলতানা, দ্বিতীয় স্থান অর্জন করে নবম শ্রেণির শাহারা খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করে সপ্তম শ্রেণির মোছাঃ কারিমা খাতুন।
উভয় প্রতিযোগিতায় ইউনিভয়েস কালচারাল সেন্টারের পক্ষ থেকে নির্ধারিত পুরস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুস সাত্তার নিজ উদ্যোগে চিত্রাংকন ও রচনা এই দুই ইভেন্টে অতিরিক্ত ছয়টি পুরস্কার প্রদান করেন।
এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে দোয়ার বই উপহার দেওয়া হয়। আয়োজক ও অতিথিরা আশা প্রকাশ করেন, এই উপহার শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউনিভয়েস কালচারাল সেন্টারের মুখপাত্র মোঃ হাবিব মাসউদ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশফাকুর রহমান বিপু, সভাপতি, জালালাবাদ কয়লা শ্রীপতিপুর আদর্শ দাখিল মাদ্রাসা।
প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুস সাত্তার। সহকারী বিচারক হিসেবে ছিলেন মোঃ শফিউল আজম, সহ-সুপার এবং মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক (বাংলা)। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ আল-আমিন, সহকারী মৌলভী, অত্র মাদ্রাসা।
প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের সৃজনশীল আয়োজন তাদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও প্রকাশভঙ্গি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও ইউনিভয়েস কালচারাল সেন্টারের উদ্যোগে এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, সাংস্কৃতিক চেতনা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।