
সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তফসিল ঘোষণার পূর্বে উঠান বৈঠক, নির্বাচনী পথ সভা ও নির্বাচনী জনসভা করে ব্যবস্ত সময় পার করেছেন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে নির্বাচনী এলাকায় জনসংযোগ শুরু করেছেন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
শুক্রবার (১২ ডিসেম্বর '২৫) জুম্মার দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারুলগাছা ফুটবলমাঠ থেকে শুরু করে হাজীর মোড় হয়ে রুস্তম আলী হাইস্কুল, খ্রিস্টান মিশন, ঋষি পাড়া সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী জন সংযোগ করেন কাজী আলাউদ্দীন।
এসময় কাজী আলাউদ্দীন বিভিন্ন চায়ের দোকানে, ব্যবসায় প্রতিষ্ঠান এবং সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া ও ধানেরশীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী জনসংযোগে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান খা, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার সহ দলীয় নেতৃবৃন্দ।