
সাতক্ষীরা তালায় তপসিল ঘোষনা উপলক্ষে স্বাগত জামায়েত ইসলামি তালা উপজেলা শাখার পক্ষ হতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর '২৬) বিকালে তালা বিদে সরকারি উচ্চবিদ্যালয়ের ফুটবল মাঠ হতে স্বাগত মিছিল পূর্ব পথসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা মফিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা - কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও (তালা - কলারোয়া) আসনের পরিচালক ডাঃ মাহামুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ইসলামি আন্দোলন বাংলাদেশ তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওঃ আসাদুল হক, উপজেলা সহঃ সেক্র মাওঃ মাছুম বিল্লাহ, মাও কবিরুল ইসলাম, ইসলামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, অফিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম, পেশাজীবি পরিষদের সেক্রেটারি হাফেজ শাহ আলম, তালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান, তালা উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি জামালুল বান্না প্রমুখ।