
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর '২৫) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি বের হয়।
উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারসহ বিভিন্ন স্লোগানে পৌর সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। মিছিলটি শ্যামনগর বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর তফসিল ঘোষণা হওয়ায় আমরা আশাবাদী। গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই এখন নতুন গতি পেল।
নেতাকর্মীরা আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছাই প্রতিফলিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনকে অবশ্যই সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
মিছিলকে কেন্দ্র করে আইন–শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর মতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে শ্যামনগরে নির্বাচনী মাঠ উষ্ণ হতে শুরু করেছে। দলীয় প্রার্থী, জোটের হিসাব, সম্ভাব্য ভোটব্যাংক—সব মিলিয়ে দিন যত এগোবে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তারা।