
সাতক্ষীরার দেবহাটা থানায় যোগদানকৃত নতুন ওসি মোহাম্মদ জাকির হোসেন’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা।
বুধবার (১০ ডিসেম্বর '২৫) রাতে অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় সৌজন্যে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য শেখ মাসুদ রানা, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দৃল গফ্ফার, সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী এনামুল কবির বকুল, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রেটারী আব্দুর রাজ্জাক, সহ-সেক্রেটারী আব্দুল হালিম, ইউনিয়ন যুব সভাপতি মো. হাবিবুর রহমান, পেশাজীবি বিভাগের সহ-সভাপতি আব্দুল হান্নান, সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান ময়নউদ্দীন ময়না, নওয়াপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তরফদার, মাষ্টার সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।