
বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর '২৫) সকাল ১০টায় সাতক্ষীরা এল্লারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামার কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বিপুল কুমার বসাক।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের খামার প্রকল্পের (১ম পর্যায়) মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান।
উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ফারহানা তাসলিমা, সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম, আঞ্চলিক পরিচালক জয়দেব পাল।
উপস্থিত ছিলেন কলারােয়া সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, সাতক্ষীরা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, কালিগঞ্জ সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।