
কৃষকদের মাঠপর্যায়ের সমস্যা সমাধান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং চাষাবাদকে আরও লাভজনক করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে আম ও ধান চাষীদের বৃহৎ সমাবেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর '২৫) সকালে সাতক্ষীরা শহরের পারকুখলীতে মেসার্স নিউ শাওন এন্টারপ্রাইজের আয়োজনে এই বার্ষিক কৃষক মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা শহর কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা আম চাষী সমিতির সভাপতি মোঃ কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রজব আলী খাঁ, এসিআই ক্রপ কেয়ার যশোর রিজিওনের আরএসএম সৈয়দ এনামুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার মোঃ রেজাউল করিম, সেঞ্চুরী এগ্রো লিমিটেডের সেলস ম্যানেজার মোঃ মফিজুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ বাবলুর রহমান এবং এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আম চাষী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও উপদেষ্টা লিয়াকাত হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা।
সমাবেশে ছয় শতাধিক আম ও ধান চাষী অংশগ্রহণ করেন। কৃষকরা রোগবালাই নিয়ন্ত্রণ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার, সেচ ব্যবস্থাপনা, ফসলের ক্ষতি কমানো ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ার উপায় নিয়ে মতামত তুলে ধরেন।
বিশেষজ্ঞরা উৎপাদন বৃদ্ধির কৌশল, মৌসুমভিত্তিক পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
কৃষকদের উৎসাহিত করতে লটারি, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।