প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ৮:০১ পি.এম
সাতক্ষীরা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন

সাতক্ষীরা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা।
বুধবার (১০ ডিসেম্বর '২৫) সকালে অ্যাডিশনাল ডিআইজি সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরবর্তীতে অ্যাডিশনাল ডিআইজি পুলিশ অফিস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
Copyright © 2025 DESHTIMES 24. All rights reserved.