মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নবনির্বাচিত ক্রিকেট আম্পায়ার্স কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর  বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে শ্যামনগরের গাবুরাতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ বিএনপির নাম ভাঙ্গিয়ে ৫ আগস্ট এর পর কেউ চাঁদাবাজি করে থাকলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করবো : কাজী আলাউদ্দীন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা ১৬ বছর যারা আন্ডার গ্রাউন্ডে ছিল, ৫ আগস্টের পর তারা যেন আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছে- সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান তালায় কৃষি সম্প্রসারণ অফিসের সাথে লবি মিটিং গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ

জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

সুন্দরবনে জলদস্যুদের অপহরণের শিকার হওয়া আট জেলে মুক্তিপণ দিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর ‘২৫) সকালে কদমতলা স্টেশনের আওতাধীন কঞ্চির খাল নামক স্থান থেকে জলদস্যুর তাদের একটি নৌকায় উঠিয়ে দেয়। পরবর্তী তারা নৌকা বেয়ে বাড়ি ফিরে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপহরণের পর জলদস্যুরা জন প্রতি ৩০ হাজার করে মুক্তিপণ দবি করে। পরে অনুনয় বিনয় করে ২৫ হাজার টাকা করে  দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পায়। টানা কয়েক দিনের আতঙ্ক ও দুশ্চিন্তার পর জেলেদের স্বজনরা নানা উপায়ে অর্থ যোগাড় করে তা জলদস্যুদের কাছে হস্তান্তর করেন। পরে মঙ্গলবার ভোরে জেলেদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের ইব্রাহিম হোসেন, আব্দুল আজিজ, আনারুল ইসলাম, নাজমুল হক, শামিম হোসেন, আনোয়ার হোসেন, আবুল কাশেম ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন।

মুক্তিপণ দিয়ে জেলেরা ফিরে এলেও পুরো এলাকাজুড়ে বিরাজ করছে আতঙ্ক। স্থানীয় জেলে সংগঠন ও বাসিন্দারা দ্রুত জলদস্যু দমন এবং নিরাপদে মাছ ধরার দাবিতে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর মুক্তিপণের দাবিতে ডন বাহিনীর পরিচয়ে সুন্দরবনে থেকে ৮জন জেলেকে অপহরণ করে জলদস্যুরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!