মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নবনির্বাচিত ক্রিকেট আম্পায়ার্স কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর  বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে শ্যামনগরের গাবুরাতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ বিএনপির নাম ভাঙ্গিয়ে ৫ আগস্ট এর পর কেউ চাঁদাবাজি করে থাকলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করবো : কাজী আলাউদ্দীন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা ১৬ বছর যারা আন্ডার গ্রাউন্ডে ছিল, ৫ আগস্টের পর তারা যেন আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছে- সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান তালায় কৃষি সম্প্রসারণ অফিসের সাথে লবি মিটিং গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ

শ্যামনগরের গাবুরাতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ” সকল নারী ও কন্যার বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করবে একতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনের কর্মসূচি পালনের অংশ হিসাবে মঙ্গলবার (৯ ডিসেম্বর’২৫) বিকাল ৩:০০ টায় সাতক্ষীরার ডুমুরিয়া গ্রামের মরিওম খাতুনের বাড়ি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ এর আয়োজন করা হয়।

উক্ত কমিউনিটি সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোসা.ফরিদা খাতুন, সিআরসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটির মোঃ মোত্তজা আলী, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল সহ কিশোরী দলের সভাপতি ইশিতা, কিশোর দলের সভাপতি সজীব প্রমূখ।

মোসা ফরিদা খাতুন বলেন, বাল্যবিবাহ দিলে মেয়েরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এজন্য ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। নারীর প্রতি সহিংসতা কমাতে মেয়ে এবং ছেলেদের হাতে ১৫ থেকে ১৬ বছরের আগে স্মার্টফোন না দিতে অনুরোধ করেন । সভায় তাকে আমন্ত্রণ করার জন্য এবং এমন ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করার জন্য সংস্থাকে ধন্যবাদ জানান।

কিশোরী দলের সভাপতি ইশিতা বলেন, বাল্য বিবাহকে না বলি, বাল্য বিবাহ প্রতিরোধে ১০৯ হটলাইন নম্বরে ফোন করি।

কিশোর দলের সভাপতি সজিব বলেন, নারী ও শিশু সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।

হৈমী মন্ডল বলেন, বাল্য বিবাহের হ্রাস এবং কিভাবে নারী সহিংসতা বন্ধ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।

মোঃ মোত্তজা আলী বলেন, আমি নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ। আমার পরিবার নারী সহিংসতার  ভুক্তভোগী এবং আমি এর কোন সুষ্ঠু বিচার পায়নি। তিনি সকলকে বাল্য বিবাহ না দেওয়ার অনুরোধ জানান।

প্রজেক্ট ম্যানেজার বলেন, পরবর্তী বছর এই গণশুনানীর দায়িত্ব দেবেন কমিউনিটির উপর এক পাশে থাকবে কমিউনিটির শিক্ষিত ব্যক্তি, অন্য পাশে থাকবেন কমিউনিটির মানুষ এবং অপরপাশে সংস্থার মানুষ। বাল্য বিবাহ এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের ভুমিকা অনেক। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা শুরু হয় পরিবার থেকে। তাই পরিবারের সকলে এগিয়ে আসলে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনা সম্ভব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!