
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, ১৬ বছর যারা আন্ডার গ্রাউন্ডে ছিল, ৫ই আগস্টের পর তারা কেমন জানি আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছেন। ১৬ বছরে যত হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে, মাত্র এক বছরে তার চেয়েও বেশি আত্মসাৎ করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) মনোনীত সাতক্ষীরা-০৪ আসনের প্রার্থীর সমর্থনে নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা সদরের জে.সি. কমপ্লেক্স চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির শ্যামনগর পৌর শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের শ্যামনগর শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্যে দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস. এম মোস্তফা আল মামুন (মনির)।
তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে নিয়ে এমন একটি শ্যামনগর গড়তে চাই, যেখানে যে বাজেট আসবে তার ১০০ শতাংশ কাজ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এখানে হিদু-মুসলিম কোন বিভদ থাকবে না। আমাদের পরিচয় একটাই, আমরা বাঙালি জাতি।
এছাড়া আন্দোলনরত ৮ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন। এসময় স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সমাবেশ স্থল উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।