
সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ দিবসটি পালন করেন।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” --- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর '২৫) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং রং- বেরঙের বেলুন উড়িয়ে এ দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।
উদ্বোধনের পর জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এরপরে দুর্নীতিপ্রতিরোধে জেলা প্রশাসন ভবনের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ওপর দাঁড়িয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও -কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান।
জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রামপ্রসাদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা সিভিল (সার্জন) ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সোহেল পারভেজ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, সহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দেশ থেকে চিরতরে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।
এছাড়াও জেলার মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস পালন করা হয়েছে।