
বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও অদম্য নারী সাম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর '২৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উপজেলা পরিসংখন কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বীন ফিরোজ, আরিফ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, আনছার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় বেগম রোকেয়ার অবদান তুলে ধরে দেশের নারীদের এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। পরে ৫ জন অদম্য নারী সাম্মাননা প্রদান ও দিবসের র্যালী অনুষ্ঠিত হয়।