
সাতক্ষীরার নবাগত জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার ধুলিহর–ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলের শিক্ষকরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ‘২৫) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের নেতৃত্বে শিক্ষকরা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে আলমগীর কবীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্বাগত জানিয়ে তাঁরা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর শিক্ষক ও শিক্ষা প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই মিলে কাজ করলে জেলার শিক্ষার মান আরও উন্নত হবে।”
এ সময় সহকারী জেলা শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের, সহকারী প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়কারী সোহেল রানা, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম এবং মো. হাফিজুল ইসলামসহ বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।