
"সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বা্ংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার সি এস এস আভা সেন্টারে অনুৃষ্ঠিত হয়েছে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর '২৫) সকাল ১০টায় দি হাঙ্গার প্রজেক্ট বা্ংলাদেশ এর আয়োজনে সভাপতিত্ব করেণ সুজন এর বাগেরহাট জেলা সভাপতি এসকে হাচিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার অতিঃ পুলিশ সুপার সয়েজ উদ্দীন আহমেদ, ইসলামীক ফাউন্ডেশন খুলনার পরিচালক মনির উদ্দীন আহমেদ, খুলনা বিভাগীয় প্যান সভাপতি শহিদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জু, কালিগঞ্জ উপজেলা সমন্বয়ক সুকুমার দাশ বাচ্ছু, দি হাঙ্গার প্রজেক্টের আবু তাহের ও সালমা পারভীন প্রমুখ।
দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় সমন্বয়ক এসএম রাজু জবেদ এর সঞ্চালনায় এ সংলাপে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে পিএফজি'র সদস্য, ধর্মীয় প্রতিনিধিগনের উপস্থিতিতে বক্তাগন বলেন উগ্রবাদ ও জঙ্গিবাদ মুক্ত একটি মর্যাদাপূর্ণ নিরাপদ এবং বৈচিত্রপূর্ণ বাংলাদেশ গড়াতে চাই। আমরা মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্রকে মূলনীতি হিসেবে মেনে সহিঞ্চু, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার রক্ষা করতে চাই। উগ্রবাদ রুখে শান্তি প্রতিষ্ঠার এই অভিযানে যুক্ত হয়ে আমরা গর্বিত হতে চাই।