
বেসরকারী সংস্থা উত্তরণের আয়োজনে সাতক্ষীরার ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর '২৫) দুপুর ৩টায় ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রুপ সভাপতি প্রফেসর আব্দুল হামিদ।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. দিলারা বেগম, যুগ্ম সম্পাদক সম্পাদক ফরিদা আক্তার বিউটি, আলীনূর খান বাবলু, সাকিবুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক অ্যাড খায়রুল বদিউজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক এসএম বিপ্লব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর পবিত্র মোহন দাস, সদস্য অ্যাড আবুল কালাম আজাদ, এম কামরুজ্জামান, আব্দুস সামাদ, গৌরপদ দাশ, মানছুরা খাতুন, সোনিয়া খাতুন, মরিয়ম সুলতানা, ফরিদা পারভীন, মেহেরুন্নেছা ও উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড মুহা. মনিরুদ্দিন।
অনুষ্ঠানে সাতক্ষীরার দক্ষিণ অঞ্চল জলবায়ু উদ্বাস্তু সাতক্ষীরা পৌরসভায় বিভিন্ন স্থানে বসবাসরত কমিউনিটিদের সমস্যা চিহ্নিত, সরকারি সেবা পেতে ভোগান্তি, আইনী অধিকার, শিশু শিক্ষা, মৌলিক চাহিদা, সরকারি সেবা পেতে ভোগান্তি উত্তরণ উপায়, চলাচলের রাস্তা, ঋণ শোধ করতে অত্যাধিক সুদ, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণের ও কমিটির দপ্তর সম্পাদক নাজমা আক্তার।