
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের অভয়ারণ্যের মান্দারবাড়ী এলাকায় অভিযানে চালিয়ে ইঞ্জিন চালিত টলার সহ ৭ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার (৬ ডিসেম্বর’২৫) দুপুরে মান্দারবাড়ী বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। এসময় মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। রবিবার (০৭ ডিসেম্বর ‘২৫) সকালে আটককৃত জেলেদের আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মংলা উপজেলার উলবুনিয়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মহসিন শেখ (৪০), আব্দুল হাকিম শেখের ছেলে মোশারফ শেখ (৪০), গোলাম মোস্তফা শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩০), মহসিন হোসেনের ছেলে ইয়ামিন মোসাল্লি (১৮), মোংলা উপজেলার দক্ষিণ হলদেবুনিয়া গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে একরাম শেখ (২৪), পাদপাই গ্রামের মৃত সোনাউল্লাহ ফকির এর ছেলে শওকত আলী ফকির (৫৫) ও আন্ধারিয়া গ্রামের খরস ফকিরের ছেলে করস ফকিরের সাফারাত ফকির (৪৫)।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। এবং তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।