রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

কালিগঞ্জে সেনা-বিজিবির যৌ”থ অ”ভিযানে মা”দকসহ আ”টক ২

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও বিজিবি’র সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ, ১ টি মোবাইলসহ আমজিয়ার হোসেন ও আব্দুর রব নামের ২ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর ‘২৫) সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় সেনা ,বিজিবির অভিযানে আটকৃতরা হলেন শেখ আজমিয়ার হোসেন (৪২) সাতহালিয়া গ্রামের আব্দুর রবের পুত্র অপরজন কাটুনিয়া গ্রামের আমিনুর রহমানের পুত্র আব্দুর রব (৩৫) । আটককৃত ২ মাদক কারবারিকে ঐদিন রাতে নিল ডুমুরিয়ায় অবস্থিত বিজিবির ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে জমা দিয়েছেন বলে জানা গেছে। আটককৃত দু,জনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে যৌথ বাহিনীর সদস্যরা জানান। তারা নিকটস্থ সীমান্ত রক্ষী বিজিবির চোখ ফাঁকি দিয়ে এই ভাবে মাদকের বড়বড় চালান এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে এলাকাবাসী এ প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর ‘২৫) দুপুরে আটকৃত দুজনকে সাতক্ষীরার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!