রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

আশাশুনিতে পূ”র্ব শ”ত্রুতার জের ধরে প্র”তিপক্ষের হা”মলায় গু”রুতর আ”হত-৩, ৯ জনের বি”রুদ্ধে অ”ভিযোগ দা”য়ের

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।

উপজেলার খাজরা ইউনিয়নর পিরোজপুর গ্রামে শনিবার (২৯ নভেম্বর ‘২৫) দুপুরে এ ঘটনাটি ঘটে। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় আহত সাবেক ইউপি সদস্য তারেক সানা বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের মনিশ চন্দ্র সানা ও ঠাকুর দাশ সানাসহ ৯ জনের নাম উল্লেখ করে রবিবার (৩০ নভেম্বর ‘২৫) রাতে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত অন্যান্য আসামীরা হলেন, একই গ্রামের শ্যাম গোবিন্দ সানা, জগন্নাথ সানা, অমৃত সানা, হিরন্ময় সানা, আশিক সানা, নিরঞ্জন চক্রবর্ত্তী ও গনেশ চক্রবর্তী।

এদিকে, আহতরা হলেন, পিরোজপুর গ্রামের মৃত ললিত মোহন সানার পুত্র সাবেক ইউপি সদস্য তারেক সানা (৪৪), তার স্ত্রী শম্পা রাণী (৪০) এবং একই এলাকার মৃত নরেন্দ্র নাথ ঢালীর পুত্র তপন ঢালী (৪৪)।

অভিযোগে বলা হয়, মনিশ সানা ও ঠাকুর দাস সানাসহ অভিযোগে উল্লেখকৃত উক্ত ৯ আসামী বাদী তারেক সানার বাড়ির পথ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে বাদীর বাড়িতে গিয়ে হামলা চালায়। মোবাইল এ হামলার খবর শুনে তারেক সানা তার মোটরসাইকেল থাকা তার প্রতিবেশী তপন ঢালীকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এসময় তারা জিআই পাইপ, লোহার রড, শাবল ও ধারালো দাসহ দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় গুরুতর আহত তপন ঢালী ও তারেক সানা। তাদের ঠেকাতে তারেক সানার স্ত্রী শম্পা রাণী এগিয়ে এলে তাকেও বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয়। এদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অশংকাজনক অবস্থায় রয়েছেন তপন ঢালী। হামলাকারীরা এসময় তারেক সানার পকেটে থাকা নগদ টাকা ১ লক্ষ টাকা ও তার স্ত্রীর দুই লক্ষ টাকার ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় তারা তারেক সানার এপাচি মোটর সাইকেলটিও ঘটনাস্থল থেকে নিয়ে যায়। স্থানীয়রা এসময় দ্রুত আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত তারেক সানা বিষয়টি নিয়ে প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, অভিযোগের কপিটি আমি এখনও হাতে পায়নি। তবে, বিষয়টি জানার পর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!