
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, তিন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল সাতক্ষীরার কালিগঞ্জ মৌতলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর ‘ ২৫) আছরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠানটি মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো:ফয়সাল কবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হারুন আর রশিদ জয়নাল, মৌতলা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ, মৌতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শেখ তুহিনুর, কালিগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদত, মৌতলা ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবীর পলাশ, মৌতলা ইউনিয়ন বিএনপির সদস্য ডা.আব্দুল মঈন ময়না, মৌতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর, মৌতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিন্টু, কালিগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক কমিটির এক নং সদস্য আলমগীর হোসেন, মৌতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, মৌতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম নাঈম,গাজী মেহেদী।
এছাড়াও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা শেখ মিনহাজ, সিয়াম, কাজী আহনাফ, নাঈম, হাদি, এছাড়াও ছাত্রদল, জাসাস, তরুণ দল, ওলামা দলের সকল নেতৃবৃন্দ এবং বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌতলা বাজার খোলা মসজিদের ইমাম সাহেব কারী হুজুর।