
সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামে খাবারে বিষপ্রয়োগ করে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে ঢুকে টাকা, গহনা ও জমির কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোশাররফ হোসাইন সাতক্ষীরা থানা পুলিশে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, গত ১২ নভেম্বর রাতে পরিবারের সদস্যদের জন্য রান্না করা খাবার রান্নাঘরে রাখা ছিল। দরজা না থাকায় কে বা কারা আগে থেকে ওই খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে রাখে। রাত ৯টার দিকে পরিবারের সবাই ওই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
পরদিন (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে মোশাররফের স্ত্রী রেশমা সুলতানা ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা এবং বড় টিনের বাক্সটি ভাঙা অবস্থায় রয়েছে। বাক্সে রাখা জমির কাগজপত্র, নগদ ৩০ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল (ওজন ৮ আনা, মূল্য প্রায় ১ লাখ টাকা) এবং একটি স্বর্ণের চেইন (ওজন ৬ আনা, মূল্য ৭৫ হাজার টাকা) চুরি হয়েছে।
অভিযোগে মোশাররফ হোসাইন উল্লেখ করেন, খাবারের বিষক্রিয়ায় তাঁর স্ত্রী ও কন্যা রাতেই অচেতন হয়ে পড়ে। সেই সুযোগে চোরেরা ঘরে ঢুকে মালামাল নিয়ে যায়।
ভুক্তভোগী আরও জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী নুর ইসলাম ও তাঁর ছেলে মনিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের শত্রুতা চলছে। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। দুই পক্ষের মধ্যে পূর্বে হুমকি-ধমকির ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি ধারণা করছেন, এই সুযোগে প্রতিপক্ষই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
চুরি যাওয়া মালামাল উদ্ধার না হওয়ায় এবং অসুস্থ সদস্যদের হাসপাতালে চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় বিলম্বে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান মোশাররফ।
ঘটনা সম্পর্কে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।