রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়নের দাবিতে বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ 

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতির সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নের দাবিতে  বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ‘২৫) দুপুর  ১২টায় শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে সড়ক অবরোধ  কর্মসূচির মধ্য  শেষ হয়। এতে কয়েক হাজার  হাজার নারী–পুরুষ কর্মসূচিতে অংশ নেয়।
সমাবেশে চিশতির সমর্থকেরা বলেন, “চিশতি আওয়ামী লীগের আমলেও ধানের শীষ প্রতীকে দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং এলাকায় উন্নয়নধর্মী কাজের মাধ্যমে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দল তাঁকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয় নিশ্চিত।”
তারা আরও দাবি করেন, চিশতির জনপ্রিয়তার কারণেই প্রতিপক্ষরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করেছে। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এসব মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!