প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১০:৪১ পি.এম
কালীগঞ্জের বিএনপি’র প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ নভেম্বর '২৫) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভা ও লিফলেট বিতরণ শেষে রতনপুর বাজারের ফুলতলা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কাজী মোঃ আলাউদ্দিন।
এ সময় তিনি বলেন অনেক ঘাত-প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা আজ জনগণের সামনে এসেছি। একদিনে ‘কাজী আলাউদ্দিন’ নাম তৈরি হয়নি। উন্নয়নের রূপকার হিসেবে মানুষের পাশে থেকেছি, কাজ করেছি। আমি এমপি থাকাকালীন কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তা-ঘাট, স্কুল–কলেজ, মাদরাসাসহ বহু উন্নয়ন করেছি। এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে আমার কাজের ছোঁয়া পড়েনি। তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণই হলো প্রকৃত শক্তি। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
এদিনের প্রচারণা কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, এম হাফিজুর রহমান শিমুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।
স্থানীয় বাজার ও আশপাশের এলাকায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে বিএনপির ৩১ দফা ও প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তারপক্ষে ভোট চান।
Copyright © 2025 DESHTIMES 24. All rights reserved.