মানবাধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ ও বির্তক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ
✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
৮১
বার পড়া হয়েছে
মানবাধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ ও বির্তক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ‘২৫) রিইব হোপ প্রকল্পের বাস্তবায়নে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ক্লাস রুমে পুরস্কার বিতরণী ও মানবাধিকার ও জেন্ডার সমতা বিষয়ে সম্মিলিত অঙ্গীকার এবং সপ্তাহের সারসংক্ষেপ ও সমাপনী অনুষ্ঠানে রিইব হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সোনিয়া পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্তার বিতরণ করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় মনোযোগী হতে ‘সুস্থ দেহ সুস্থ মন’ অর্থাৎ শরীর চর্চার মধ্য দিয়ে মনকে সুন্দর ও সবল রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করার আহবান জানান। এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহই বাড়ায় না, বরং তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। এই দিনটি শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা তাদের ভবিষ্যৎ জীবনেও অনুপ্রেরণা জোগাবে।”
মানবাধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর আলোচনা সভা, র্যালী, কুইজ, বির্তক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস ও সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন। নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্যাপিত হয়। এসময় রিইব হোপ প্রকল্পের কর্মকর্তা ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।