
সাতক্ষীরার দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পত্রিকা পরিবেশককে জীবন নাশের হুমকি দেওয়ায় ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় পত্রিকা পরিবেশক আলাউদ্দীন মোল্যা বাদি হয়ে চন্ডিপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শাওন হোসেন, শাওন হোসেননের স্ত্রী ডালিম খাতুনের নামে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভেযোগে আলাউদ্দীন মোল্যা বলেন, বিবাদীরা এবং আমরা পাশাপাশি বাস করি। গত ৭ নভেম্বর বেলা ১টার দিকে আমার একটি পোষা গরুর বাছুর বিবাদীদের বাড়ির সংলগ্ন রাস্তার পাশে ঘাস খেলে তারা আমার স্ত্রী রাফিজা খাতুনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ঐ সময় আমি প্রতিবাদ করিলে শাওন হোসেন হাতে চাকু নিয়ে আমাকে খোঁচা দিতে আসে। এসময় স্থানীয়রা ছুটে এসে তাকে বাঁধা দিলে শাওন ও তার স্ত্রী রাফিজা খাতুন আমাদেরকে জীবন নাশের হুমকী প্রদান করে। বর্তমানে আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় দিন পার করছি।