রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

তালায় পানি নিস্কাশন ব্যবস্থা সক্রিয় রাখতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং বৃষ্টিসহ উজানের পানি নিস্কাশন ব্যবস্থা সক্রিয় রাখার লক্ষ্যে তালায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র আলো প্রকল্পের আয়োজনে সোমবার (১০ নভেম্বর ‘২৫) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেনে তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিত দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, পানি কমিটির নেতা অধ্যাপক রেজাউল করিম, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান আশা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, তালা প্রেস ক্লাব সভাপতি এম.এ হাকিম, সাধারন সম্পাদক ফারুক জোয়াদ্দার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয নির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক মারুফ-উল-ইসলাম, যুগের যাত্রী পরিচালক ইমদাদুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, প্রভাষক রবিউল আওয়াল, পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, সদস্য গাজী শহিদুল ইসলাম, শেখ জিল্লুর রহমান, ইউপি সদস্য ফেরদৌস মোড়ল, উন্নয়ন প্রচেষ্টা’র প্রতিনিধি সাংবাদিক নাহিদ হাসান বাবু, মুস্তাফিজুর রহমান রেন্টু, মিজানুর রহমান, অ্যাওসেড’র প্রতিনিধি চায়না দাস ও আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদোষ মানকিন প্রমুখ।

সভায়-তালা উপজেলাকে জলাবদ্ধমুক্ত রাখার জন্য বিভিন্ন খাল-নালা সংস্কার, স্লুইস গেট নির্মান ও গেটের সংলগ্ন খাল পলী মুক্ত রাখাসহ একটি নেটওয়ার্ক গঠনের উপর আলোচনা হয়।

এসময়- সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পানি কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রকল্প কর্মকর্তাগন ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!