
শিক্ষার্থীদের মেধা ওঠ সৃজনশীলতার বিকাশ এবং একটি সুন্দর আগামীর পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫।
শুক্রবার (৭ নভেম্বর’২৫) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরার তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪ শ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব। এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই আয়োজন।
কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকের এই আয়োজনের মাধ্যমে সকল শিক্ষার্থীদের সৎ যোগ্য দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে চাই।