
সাতক্ষীরার তালা উপজেলার অনেক এলাকায় আমন ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পয়েছে। বিলের পর বিলজুড়ে ধানের গাছ কেটে ফেলছে ইঁদুরের দল। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানান, মাঠে পাকা বা আধাপাকা ধান কেটে নষ্ট করছে ইঁদুর। বিভিন্ন উপায়ে দমন চেষ্টা করেও তেমন ফল মিলছে না।
খলিশখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের কৃষক শাহিনুর রহমান মোড়ল বলেন, বিভিন্ন ওষুধ ও ফাঁদ দিয়েও ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।
তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কৃষক মোঃ আব্দুর রহমান শেখ বলেন, গব বছরের চেয়ে এ বছর আমন ধান ক্ষেতে ইদুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
তালা উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রায় দুই হাজার হেক্টর জমির ধান ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাগুরা, খলিলনগর, তেতুঁলিয়া ও নগরঘাটা বিল এলাকায় ক্ষতির মাত্রা বেশি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, কৃষকদের ইঁদুর দমন বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সম্মিলিতভাবে ব্যবস্থা নিলে ক্ষতি কমানো সম্ভব।