রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

বিশ্বের সর্বোচ্চ পরিবেশ পুরষ্কার ‘দ্য আর্থশট-২০২৫’ জিতলো ফ্রেন্ডশিপ এনজিও

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যতম বড় পরিবেশ পুরষ্কার ‘দি আর্থশট প্রাইজ-২০২৫ জিতলো বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ (এনজিও)। ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে, বাংলাদেশের উপকূল ম্যানগ্রোভ বনায়নের জন্য এই পুরষ্কার জিতলা ফ্রেন্ডশিপ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্রাজিলের রাজধানী রিও ডি জনিরাতে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় এ পুরস্কার। বাংলাদেশের বৃহত্তম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের পক্ষে পুরস্কার গ্রহন করেন এর প্রতিষ্ঠাতা রুনা খান। বিজয়ীদের মাঝে ‘দি আর্থশট প্রাইজ-২০২৫ ’পুরস্কার তুলে দেন জার্মান ফর্মুলা ওয়ান কিংবদন্তি সেবাস্টিয়ান ভটল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল ম্যানগ্রোভ বনায়ন সম্পর্ক ধারণা দেন ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা রুনা খান। তিনি জানান, “দ্য আর্থশট প্রাইজ প্রাপ্তি আমাদের জন্য এক বিরাট সম্মান। এই স্বীকৃতি বাংলাদেশের প্রারম্ভিক জনগোষ্ঠীর দৃড়তা ও উদ্ভাবনকে তুলে ধরবে বলে আশা কনে তিনি। রুনা খান আরো বলেন, “এ অর্জন সবার, বিশেষ করে জলবায়ু ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী এবং যাদের সাথে এবং যাদের জন্য আমরা কাজ করি। এই পুরস্কার আমাদের অঙ্গীকার ও দায়িত্বকে আরও শক্তিশালী করেছে এবং আমরা আগামীতে আরও নিবেদিতভাবে কাজ চালিয়ে যাব।

২০২০ সাল থেকে বিভিন্ন কাজে অবদানের জন্য দি আর্থশট প্রাইজ প্রবর্তন করেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, পুরস্কার বিজয়ীদের মাঝে এক অন্যরকম অনুভূতি লক্ষ্য করেছি। নিজেদের কর্মকান্ড ও সফলতায় বিশ্ব সত্যিকারেএর ‘অ্যাকশন হিরো’তারাই। যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম-এর পক্ষ থেকে ঘোষিত দি আর্থশট প্রাইজ-২০২৫’পুরস্কার-এর অর্থমূল্য হিসেবে ১০ লাখ পাউন্ড।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!