
সাতক্ষীরা জেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা- ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর’২৫) সকালে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, স্বাধীনতার পরে যারা এদেশকে শাসন করেছে তারা শিক্ষা ব্যবস্থাকে তেমন কোনো গুরুত্ব দেয়নি,এদেশেকে উন্নত দেশের তালিকায় আনতে হলে এ জাতিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আর এ দায়িত্ব শিক্ষারদেরকে নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম সহ সহকারী শিক্ষক ও কুমিরা ইউনিয়নের নেতৃবৃন্দ।